ধর্মীয় প্রতিষ্ঠানে সুশিক্ষা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পলক

সময়: 6:20 pm - May 12, 2021 | | পঠিত হয়েছে: 217 বার

নাটোরের সিংড়া উপজেলার ৩৬টি মসজিদে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও ও ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ৭০টি জামে মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করেছে। কওমি শিক্ষার স্বীকৃতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় প্রতিষ্ঠানে সুশিক্ষা যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

বুধবার(১২ মে) দুপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ অর্থ) কর্মসূচির আওতায় সিংড়ার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের ডিও বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম সমাজকে ধোকা দিয়েছে। তারা মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছে মাত্র। কিন্তু আওয়ামী লীগ সরকার সত্যিকার অর্থে ইসলামের খেদমতে নিয়োজিত। তাই আলেম সমাজের দায়িত্ব এখন সাধারণ মানুষের মাঝে সত্য প্রচার করা এবং মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সিংড়া উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ৷

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর