নাটোরে এবার ২৫০ কোটি টাকার আম বিক্রি হবে -জেলা প্রশাসক মো. শাহরিয়াজ
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেছেন, জেলায় এবার পাঁচ হাজার ৮০০ হেক্টর জমিতে ৮০-৮৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জেলায় প্রায় ২৫০-৩০০ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার সালাইনগরে গাছ থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, এবার নাটোরে আমের ফলন ভালো হয়েছে। আশা করছি পুরো মৌসমে ৮০-৮৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। অন্যান্য জেলার মতো নাটোরের আমের চাহিদাও সারাদেশে ব্যাপক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াংকা দেবী পাল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রমুখ।
রাজশাহী বার্তা/admin