রাজশাহীর বাঘায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোটভাইয়ের হাতে বড়ভাই ‘খুন’

সময়: 7:32 pm - May 29, 2021 | | পঠিত হয়েছে: 242 বার

রাজশাহীর বাঘায় জমি নিয়ে মারামারিতে ছোটভাইয়ের হাতে বড়ভাই সাহাবুদ্দিন ভাংগী (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা পৌরসভার কলিগ্রামে বড়ভাই সাহাবুদ্দিন ভাংগী ও ছোটভাই সাজদার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে ৫৩ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে বড়ভাই আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোটভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিফায়েত হোসেন বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনাকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার স্বামীকে তারা মারপিট করে হত্যা করেছে। আমি এ বিষয়ে মামলা করব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের ছোটভাই সাজদার রহমান বলেন, আমাদের বাবা-চাচারা তিন ভাই। মোট জমির পরিমাণ ৫৩ শতাংশ। ওয়ারিশ হিসেবে আমার বাবা প্রায় ১৩ শতাংশ জমির ভাগ পাবে। কিন্তু বড়ভাই অন্যের প্ররোচনায় আমাকে ওই জমিতে ঘর করতে দিচ্ছে না। এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড়ভাই, তার স্ত্রী ও দুই ছেলে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত করে। এ দৃশ্য দেখে বড়ভাই স্ট্রোক করে মারা যান।

এ বিষয়ে বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কলিগ্রামের সাইফুল ইসলাম টগর বলেন, আমার জানা মতে তাদের মধ্যে অনেক দিন থেকে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বড়ভাই মারা গেছে বলে শুনেছি।

বাঘা থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের ছোটভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর