জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের দুই সদস্য আটক

সময়: 6:17 pm - May 30, 2021 | | পঠিত হয়েছে: 175 বার

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।  শনিবার  সন্ধ্যায়  জেলার ক্ষেতলাল উপজেলার বারইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল।

 

আটকরা হলেন- জেলার কালাই উপজেলার বফলগারী গ্রামের মৃত তোমেজ আলীর পুত্র দুলু মিয়া (৬৪) ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র নজমুল ওরফে কেরামত আলী (৪৫)।

 

ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ  জেলার  বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে  তাদের  কিডনি বিক্রি করে আসছিলেন। বারইল গ্রামে  গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৪ লাখ টাকার লোভ দেখায় এই দালাল চক্রের সদস্যরা। এমন গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক  করা হয়।  তারা কিডনি বেচাকেনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলেও জানান ওসি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর