রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার করোনা রোগী মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মৃত্যুবরণ করেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। অন্য একজনের বাড়ি নওগাঁয়। এরা প্রত্যেকে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১২ জন মারা যান। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেদিন মারা যাওয়া ১২ জনের মধ্যে নয়জনেরই বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জে।
ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৫ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ। বাকিরা আছেন উপসর্গ নিয়ে। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ২৩২টি শয্যা রয়েছে। আরও শয্যা বাড়ানোর পরিকল্পনা চলছে। পাশাপাশি মেঝে এবং বারান্দায় রোগী রাখার ব্যবস্থা করা হচ্ছে।
রাজশাহী বার্তা/admin