সিরাজগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালা ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৭)।
বাঙ্গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. সেরাজুল ইসলাম লিটন জানান, অটোভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে সেলিম রেজার মৃত্যু হয়।
শুক্রবার (৪ জুন) সকালে মোড়দহ গাড়াবাড়ী দাখিল মাদরাসায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান বলেন, ‘হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম হাওড়া থেকে অটোভ্যানে করে ছয়জন যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে চারা বটতালা এলাকায় পৌঁছালে বজ্রপাতে আলিমের মৃত্যু হয়। এসময় অটোভ্যানে থাকা অন্যান্য যাত্রীরা আহত হন’।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা শুনেছি। উপজেলা প্রশাসনের থেকে বজ্রপাতে নিহতদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দেয়া হবে’।
রাজশাহী বার্তা/admin