রাজশাহীতে পাঁচটি পয়েন্টে র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু
রাজশাহীতে হুহু করে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে করোনা টেস্টের জন্য বাড়ছে নমুনার সংখ্যা। নমুনা পরীক্ষা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই অবস্থায় রাজশাহীর করোনা সংক্রমণের হার জানতে মাঠে নেমেছে প্রশাসন।
তাই রোববার (০৬ জুন) রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর পাঁচটি পয়েন্টে শুরু হয় র্যাপিড এন্টিজেন টেস্ট। সিভিল সার্জন অফিস ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই বুথগুলো পরিচালিত হচ্ছে। প্রতিটি বুথে নগরীতে প্রাথমিকভাবে ২ শত করে মোট এক হাজার ফ্রি টেস্ট করা হবে। তবে কতদিন এই পরীক্ষা চলবে তা নিশ্চিত নয়। সকাল ১০টায় নগরীর জিরো পয়েন্টে বুথের উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি বলেন, করোনা সংক্রমণের হার জানার জন্য আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। আশা করছি এতেই নতুন করে রাজশাহীতে ভ্যারিয়েন্ট কতটুকু আছে এটি জানতে পারব। এ সময় তিনি সবাইকে টেস্ট করার আহ্বান জানান।
এদিন নগরীর জিরো পয়েন্ট ছাড়াও হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষীপুর মোড় ও তালাইমারী এলাকায় ভ্রম্যমাণ বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথেই দেখা যায় ভিড়। লোকজন এসেছেন পরীক্ষা করতে। আবার অনেকেই এসেছেন দেখতে।
নগরীর হড়গ্রাম বাজারে বুথের লাইনে দাঁড়িয়ে ছিলেন আহসানুল হক। তিনি বলেন, আমার কয়েকদিন ধরেই হালকা জ্বর ছিল। হাসপাতালে নমুনা দেওয়া বেশ ঝামেলার। এই বুথের খবর শোনার পরেই আমি এখানে আসি। কালকে বাড়ির সবাইকেই নিয়ে আসব।
এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন কাউয়ুম তালুকদার এই বুথগুলো নিয়ে আশাবাদী। তিনি মনে করেন নগরীর অনেক লোকই এই বুথগুলোতে পরীক্ষা করাতে আসবে। আর এতেই উঠে আসবে রাজশাহীর করোনা পরিস্থিতির চিত্র।
তিনি বলেন, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমাণ সংক্রমণ আছে সেটা দেখতে এই কার্যক্রম করছি। সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পাবো।
তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী নির্দেশে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ফলাফল নিয়ে বিকেলে আলোচনা করবো।
রাজশাহী বার্তা/admin