রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৪ জন নিহত

সময়: 6:25 pm - June 7, 2021 | | পঠিত হয়েছে: 131 বার

রাজশাহীতে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

সোমবার (৭ জুন) বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগরীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চককাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী (৬০), মো. জনির ছেলে পরশ (৮) এবং মাহবুবের ছেলে সোহান (৮)।

 

এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিকালে ঝড়ের সময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে নারী ও শিশুরা আম কুড়াচ্ছিল। তখন বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর শিশু পরশ ও সোহান মারা যায় রামেক হাসপাতালে নেয়ার পথে। অন্য দুই শিশু-কিশোর রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর