করোনা চিকিৎসায় রামেক হাসপাতালকে অত্যাধুনিক ভেন্টিলেটর প্রদান

সময়: 9:31 pm - June 7, 2021 | | পঠিত হয়েছে: 153 বার

করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ২টি অত্যাধুনিক ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সিস্টেম যন্ত্রপাতি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৭ জুন) বিকেল ৫টায় নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সিটি কর্পোরেশনের তহবিল থেকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সিস্টেম যন্ত্রপাতির সমপরিমাণ মূল্য বাবদ ৩০ লাখ ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

চেকটি গ্রহণ করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। এসময়  উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

উল্লেখ্য, রাসিকের অর্থায়নে ক্রয়কৃত ২টি অত্যাধুনিক ভেন্টিলেটর রামেক হাসপাতালের আইসিইউতে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে যা করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে সাহায্য করছে এবং করোনা চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান রাখছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর