অধিনায়ক হিসেবে এটিই আমার শেষ ম্যাচ: মাশরাফী

সময়: 12:46 am - March 6, 2020 | | পঠিত হয়েছে: 181 বার

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে শেষবার লাল-সবুজদের অধিনায়ক হিসেবে নামবেন টাইগার ক্রিকেটের বহু সাফল্যের সারথি এ মহাতারকা।

 

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফী জানিয়েছে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা। অধিনায়কত্ব ছাড়লেও নির্বাচকরা দলে রাখলে খেলে যাওয়ার ইচ্ছার কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ।

 

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০তম জয়ের সামনে দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী মাশরাফী। সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই জয়ের ফিফটি হয়ে যাবে দেশসেরা অধিনায়কের।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

৫০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে অনেক আগেই দেশের সবাইকে ছাড়িয়ে গেছেন মাশরাফী। তার অধীনে বাংলাদেশ ৮৭ ম্যাচ খেলে জিতেছে ৪৯টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ।

 

দ্বিতীয় স্থানে থাকা হাবিবুল বাশার সুমন ২৯টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তার অধীনে টাইগাররা খেলেছে ৬৯ ম্যাচ। সাকিব আল হাসান ৫০ ম্যাচে অধিনায়কত্ব করে জয়ের স্বাদ পেয়েছেন ২৩টিতে। ৫০ কিংবা তার বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়ক এ তিনজনই।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর