রাজশাহীতে কঠোর লকডাউন

সময়: 11:07 pm - June 10, 2021 | | পঠিত হয়েছে: 207 বার
শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে সভয় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হয়।
বৃহস্পতিবার রাতে নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত বিশেষ সভায় জেলায় পরীক্ষার তুলনায় সনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ শেষে জেলা প্রশাসক আব্দুল জলিল এ লকডাউনের ঘোষনা দেন।
তিনি জানান, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর