নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিক্রি বেড়েছে মাছ ধরার সামগ্রী

সময়: 11:55 pm - June 15, 2021 | | পঠিত হয়েছে: 65 বার

দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের ফলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। ফলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এদিকে, নদ-নদীতে পানি বাড়তে শুরু করায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার মাছ শিকারিরা। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পানি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জায়গায় পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। ফলে মাছ ধরায় মেতেছে ছোট-বড় সবাই। জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি বেড়েছে মাছ ধরা সামগ্রী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর