বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা
বগুড়ার শাজাহানপুরে শেখ জায়েদ মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে মাছুমা ইসলাম নামের এক নারী থানায় এ অভিযোগ করেন।
ভুক্তভোগী মাছুমা উপজেলার কৈগাড়ী পূর্বপাড়ার রাজিবুল ইসলামের স্ত্রী।
অর্ডার অনুযায়ী, এ জে আর ট্রান্সপোর্ট এজেন্সি লি. নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আট হাজার সাতশ টাকা মূল্যের তিন কেজি ঘি, তিন কেজি গরুর মাংসের আচার ও তিন কেজি রসুনের আচার পাঠান মাছুমা। পরে ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি পণ্য পেয়েছেন বলে নিশ্চিত করেন। এরপর বিল চাইলে পাঠিয়ে দিচ্ছি বলে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি তার ফেসবুক আইডিও ব্লক করে দেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারককে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী বার্তা/admin