চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১ জনের; ৭৫ শনাক্ত

সময়: 8:15 pm - June 18, 2021 | | পঠিত হয়েছে: 172 বার

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হয়েছে।

আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনকে পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৮ শতাংশ।

এ ছাড়া, গতকাল বৃহস্পতিবার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করলে ৪৮ জন পজিটিভ শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। এদিন করোনা উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

তার আগে বুধবার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করলে ৫৬ জনের পজিটিভ শনাক্ত করা হয় ছিল এবং শনাক্তের হার ছিল ১৩ দশমিক দুই শতাংশ।

সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯৫ জন এবং জেলা হাসপাতালের ৭২ শয্যার বিপরীতে ৭২ জন রোগী ভর্তি আছেন।

জেলা হাসপাতালে রোগীদের জন্য পাঁচ হাজার ১১৪ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন সিলিন্ডার ও ১১৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

উল্লেখ্য, গত ঈদের পর চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউন ও ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর