বগুড়ায় করোনাভাইরাসে আরও মৃত্যু ৫

সময়: 9:36 pm - June 20, 2021 | | পঠিত হয়েছে: 93 বার

বগুড়ায় গত ৪৮ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন ও সুস্থ হয়েছেন ৪১ জন। বগুড়ায় করোনায় আক্রান্তে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বগুড়ায় করোনায় শনিবার মারা যান জয়পুরহাট জেলার আব্দুল ওয়াদুদ (৬৭) ও ওয়াদুদ আলী এবং বগুড়া সদর উপজেলার মনছের আলী (৫৫)। এদের মধ্যে আব্দুল ওয়াদুদ টিএমএসএস  হাসপাতালে, মনছের আলী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং ওয়াদুদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

শুক্রবার মারা যান, বগুড়া সদরের নজরুল ইসলাম (৭৪) এবং নাটোর গুরুদাসপুরের ছহিরউদ্দিন (৬০)। এদের মধ্যে সিরাজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং ছহিরউদ্দিন টিএমএসএস হাসপাতালে মারা যান।

রোববার বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ।

তিনি আরও বলেন, একই সময়ে সুস্থ হয়েছেন ১৭ জন। নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে সদরের ৫১ জন, সোনাতলায় ৭ জন, শেরপুরে ৫ জন, শাজাহানপুরে ৪ জন, আদমদীঘিতে ৩ জন, গাবতলীতে ২ জন, শিবগঞ্জ ও সারিয়াকান্দিতে ১ জন করে আক্রান্ত হয়েছেন। এর আগের দিন জেলায় ১২৫ নমুনায় ৪১ জন শনাক্ত হয়েছিল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর