সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬শ’ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
বর্তমানে বিশ্বের অনেক উন্নত শক্তিশালী রাষ্ট্র খাদ্য সংকটে রয়েছে। ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের সোনার মাটিতে সোনার কৃষকরা সোনার ফসল ফলিয়েছিল বলেই আমাদের খাদ্যের কোনো সংকট হয়নি এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি।
আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হতে পেরেছি।
সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন প্রণোদনার আওতায় উফশী আমন ধান ফসলের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে।
সিংড়ার প্রায় শতভাগ মানুষ কৃষিনির্ভর। আমাদের প্রায় সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদিত হয় এবং সিংড়ার প্রয়োজন মিটিয়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সিংড়ার বাইরে বিভিন্ন এলাকার মানুষের কাছে সরবরাহ করে থাকি।
রাজশাহী বার্তা/admin