চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ভাঙন অংশ পরিদর্শন
সময়: 10:00 pm - July 8, 2021 | | পঠিত হয়েছে: 350 বার
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে নদীভাঙন। হুমকির মুখে পড়েছে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা। এদিকে ভাঙনে আতঙ্কে রয়েছে ওই এলাকার কয়েকশ পরিবার!
গত কয়েকদিন বৃষ্টিতে নদী ভয়ানক আকার ধারণ করেছে। এছাড়া গত বছর নদীভাঙনে তলিয়ে যায় এলাকার অনেক আবাদি জমি। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে এবারও অনেক জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে। আবাদি জমির পর ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছেন নদী পাড়ের মানুষ।
আজ মহানন্দা নদীর ভাঙন অংশ পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান জনাব শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান জনাব মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব তোসিকুল ইসলাম তোসি। এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং দেবীনগর ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান ও জনাব আ.ক.ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ।