রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দোকান-কর্মচারীদের মাঝে ছাত্র ফ্রন্টের খাদ্য সহায়তা বিতরণ
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তাদের দলীয় টেন্টে রাবি দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, রাজশাহী জেলার সমন্বয়ক কমরেড আলফাজ হোসেন যুবরাজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক ছাত্রনেতা রিদম শাহরিয়ার প্রমুখ।
খাদ্য বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে দেশে আজ মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। কঠোর লকডাউনে কাজ হারিয়ে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও তার বাইরে নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এইরকম খেটে খাওয়া মানুষের জন্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ তাঁরা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, শ্রম দিয়ে আমাদের টিকিয়ে রেখেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি করা এবং তা সমাজের কল্যাণে ব্যবহার করা। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই করোনাকালে সমাজের জন্য তেমন কিছুই করতে পারেনি। আমরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনাকালে কাজ হারানো শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।
রাজশাহী বার্তা/admin