ভুয়া প্রেস সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণার দায়ে আটক ১

সময়: 9:43 pm - July 29, 2021 | | পঠিত হয়েছে: 218 বার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) জালে আটকা পড়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া সহকারী প্রেস সেক্রেটারি। গ্রেফতার সাজ্জাদ আলী (২৮) নিজেকে সহকারী প্রেস সেক্রেটারি আশরাফ সিদ্দিকী বিটু হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার কাজিহাটা এলাকার ভাড়া বাস থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। এর আগে নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ প্রতারকের অবস্থান শনাক্ত করে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার এ যুবকের বিরুদ্ধে পরে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নগর পুলিশ জানিয়েছে, গত ২৭ জুলাই তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারি মো. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার তারিখ জানতে চান।

দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেয়ার পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয়কে কমিটিতে না রাখার জন্য হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন মহিউদ্দিন মাহমুদ জয়।

এর পর আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ও তার টিম অভিযোগের সত্যতা যাচাই করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে সাইবার ক্রাইম টিম।

এর পর সেই তথ্যের ভিত্তিতে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই মকবুল হোসেনের টিম। এসময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর