চাঁপাইনবাবগঞ্জে গণটিকা কার্যক্রম শুরু

সময়: 3:42 pm - August 7, 2021 | | পঠিত হয়েছে: 188 বার

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় একযোগে এ টিকা কার্যক্রম শুরু করা হয়েছে।

 

এ উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

 

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পরীক্ষামূলক টিকা দেয়া শুরু হয়েছে। এ এলাকায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে। এখনো অনেকেই মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন। অবশ্যই বর্তমান পরিস্থিতিতে সব কিছু মেনে চলতে হবে। না চলতে পারলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্য টিকার আওতায় আনতে কাজ শুরু করেছেন। যা শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামে টিকা দেয়া শুরু হয়েছে। সরকারের এ কার্যক্রম সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিব আল রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আবু আহসান নজমুল কবির মুক্তা প্রমুখ।

 

এদিকে টিকা নিতে আসা আগ্রহীরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন। টিকা পাওয়ায় অনেক খুশি গ্রামের সাধারণ মানুষ।

 

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার ৪৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫/৬’শ জনকে ৭ আগস্ট থেকে পরীক্ষামূলক টিকা দেয়া শুরু করা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে এর মূল কার্যক্রম শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখযুদ্ধের যোদ্ধা, বয়স্ক ও প্রতিবিন্ধীরা এ টিকা গ্রহন করবে।

 

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ও শিবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর