রাজশাহীতে চলতি অর্থ বছরে ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন মাছ উৎপাদন
রাজশাহী জেলার মৎস্য সম্পদের মোট আয়তন ৪৫ হাজার ৮১৩ হেক্টর। এখান থেকে চলতি অর্থ বছরে মোট ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটি পালিত হবে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উদযাপন হবে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা।
রাজশাহী বার্তা/admin