পাবনায় হত্যা মামলায় দুইজনের ফাঁসি

সময়: 6:56 pm - September 1, 2021 | | পঠিত হয়েছে: 124 বার

পাবনার ঈশ্বরদীতে আবু বক্কার মন্ডল নামে এক নসিমনচালককে হত্যার দায়ে দুইজনকে ফাঁসি ও দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের নুরু সাহার ছেলে রব্বেল (৩৬) ও মুসুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল( ৪২)। এছাড়াও রফিকুল (৩১) ও শিপন (৩৩) নামে দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিহত আবু বক্কার মন্ডল ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মন্ডলের ছেলে। তিনি নসিমন চালাতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল নসিমন ভাড়া করার কথা বলে রাতে আবু বক্কারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পাশের একটি জঙ্গলে ফেলে নসিমনটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আবু বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন আসামি রব্বেল, রুবেল, রফিকুল ও শিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর