প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, যুবদল নেতার বিরুদ্ধে দুই মামলা

সময়: 8:53 pm - September 2, 2021 | | পঠিত হয়েছে: 339 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে মামলা হয়েছে। শিবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। 

একটির বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান। অপরটির বাদী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।

গত ৩১ আগস্ট যুগান্তরের অনলাইন ভার্সনের ফেসবুকে শেয়ার করা একটি নিউজের কমেন্ট করা নিয়ে এ মামলা হয়।

প্রধানমন্ত্রীকে এ ধরনের মন্তব্য করায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর তীব্র প্রতিবাদ জানান।

এদিকে, শহিদুল হক হায়দারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিবগঞ্জ পৌর ছাত্রলীগ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শীর্ষ সন্ত্রাসী শহীদ হায়দারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওয়ায় আনা হবে এবং ভবিষ্যতে শিবগঞ্জের মাটিতে আর কেউ যেন জাতির জনকের কন্যাকে কটূক্তি করার দুঃসাহস না দেখাতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর