ঈশ্বরদীতে ব্যাংকের ভেতর থেকে মুক্তিযোদ্ধার ৫ লাখ টাকা চুরি
সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে এক মুক্তিযোদ্ধার পাঁচ লাখ টাকা অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে টাকা টাকা জমা দিতে এসে ব্যাগ থেকে ওই টাকা চুরি হয়।
সেখান থেকে তিনি রিকশাযোগে সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখায় এসে ১০ লাখ টাকা জমা দিতে যান। কাউন্টারের পাশের টেবিলে দাঁড়িয়ে তিনি জমা স্লিপ লিখছিলেন। এ সময় টেবিলের ওপর একটি কালো ব্যাগে টাকা ছিল। এরপর তিনি জমা স্লিপসহ ব্যাগ নিয়ে কাউন্টারে টাকা জমা দেয়ার সময় দেখতে পান তার ব্যাগে পাঁচ লাখ টাকার একটি বান্ডিল নেই। পরে তিনি ওই ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলামকে অবহিত করেন। ব্যবস্থাপক বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে তাদের সহযোগিতা চান।
এ দিকে ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার টাকা চুরির ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থলে ছুটে আসেন।
তিনি জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা চলছে। কিছু দিন পর পরই ঈশ্বরদীর সোনালি ব্যাংক থেকে এভাবে টাকা চুরির ঘটনায় তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতর থেকে এভাবে গ্রাহকের টাকা চুরির ঘটনায় আমরা মর্মাহত।
ব্যাংকে উপস্থিত কয়েকজন গ্রাহক টাকা চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানান, কয়েকদিন পর পরই এই শাখা থেকে এভাবে গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটে। এটা ব্যাংক কর্তৃপক্ষের ব্যর্থতা। বারবার এভাবে টাকা চুরির ঘটনায় ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।
রাজশাহী বার্তা/admin