জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৩ দালালের কারাদণ্ড, ১১ জনের মুচলেকা

সময়: 7:07 pm - September 5, 2021 | | পঠিত হয়েছে: 128 বার
দীর্ঘদিন থেকে দালালদের হাতে সাধারণ গ্রাহকরা হয়রানি হচ্ছে। এমন সংবাদে দালালদের ধরতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জয়পুরহাট সার্কেল, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর সদস্যরা। এ সময় ১৪ জনকে আটক করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের জরিমানা, মুচলেকা নেওয়াসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
আটক ১৪ জনের মধ্যে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ১৫ দিন এবং অন্য দুজনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য ১১ জনকে জরিমানা করাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জয়পুরহাট সদরের কড়ই মাদ্রাসা এলাকার মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৪০), সদর উপজেলার তেঘর বিশা এলাকার মৃত আইনউদ্দিনের ছেলে বুলু মিয়া (৪৫) ও কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মৃত ফকির উদ্দিন সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪০)।
মুচলেকা দেওয়া ১১ জন হলেন সদর উপজেলার পাকড়তলী এলাকার ফজলুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন (২৭), আক্কেলপুর উপজেলার রোয়ার এলাকার আবুল কালাম আজাদের ছেলে মাসুদ রানা (৪০), সদর উপজেলার রাজনগর এলাকায় দানেশ চন্দ্র বর্মণের ছেলের দিলীপ চন্দ্র বর্মণ (৩৪), আক্কেলপুর উপজেলার পালশা এলাকার মৃত ইব্রাহিম দেওয়ানের ছেলে আহসান হাবীব (৩৪), পাঁচবিবি উপজেলার রসুলপুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এনামুল হক (৪২)।
সদর উপজেলার ঈশ্বরপুর এলাকার মৃত হরিচরণ দেবনাথের ছেলে গিরেন দেবনাথ (২৮), পূর্ব পারুলিয়া এলাকার মৃত অমজান আলীর ছেলে ইসলাম (৪২), ঘাটিয়াপাড়া এলাকার মৃত সামদুল ইসলামের ছেলে আঃ হান্নান (৪৭), বাবুপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশিদ (৩৯), মাদ্রাসা পাড়া এলাকার মৃত সমসের আলীর ছেলে আব্দুল খালেক (৪৯), হাতিল এলাকার বেলাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে জরিমানাসহ জেল দেওয়া হয়। অন্য ১১ জনকে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে আটক ১৪ জনের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর