পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

সময়: 9:27 pm - September 5, 2021 | | পঠিত হয়েছে: 151 বার

পাবনার একটি আদালত দুই সন্তানের জননী তাজরিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।

রবিবার পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয়। পরে তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন। পরের দিন ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আলমগীরকে হত্যার সাথে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ড এবং আরো এক লাখ টাকা জরিমানা করেন। বিচারক জরিমানার টাকা নিহতের নাবালিকা দুই মেয়েকে দেওয়ারও নির্দেশ দেন । এসময় অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর