পাবনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ নিহত ২

সময়: 8:35 pm - November 5, 2021 | | পঠিত হয়েছে: 209 বার

পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারী-পুরুষ নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে আতাইকুলা থানার আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে ও সন্ধায় সাঁথিয়ার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতাইকুলার রঘুনাথপুর এলাকার মৃত হাসেন আলীর স্ত্রী হালিমা খাতুন (৬৫)। অপরজন বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার ফজলুল হকের ছেলে মহিউজ্জামান শুভ (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কাঠবোঝাই একটি ট্রাক যশোর থেকে আসছিল। ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় এক পথচারী বৃদ্ধা ট্রাকের নিচে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে উত্তেজিত জনতা মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। আতাইকুলা থানা ও মাধপুর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরজনের ব্যাপারে বেড়া হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শুভ নিজ মোটরসাইকেল যোগে স্ত্রী ডাক্তার মাইশাকে নিয়ে কাশিনাথপুর থেকে পৌর শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। বগুড়া নগরবাড়ি মহাসড়কের চাকলা নামক স্থানে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সন্ধ্যা ৬টায় বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে দুজন মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত ডাক্তার মাইশার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় শুভর বড়ভাই রুমি ইঞ্জিনিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ মার যান।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর