কুমিল্লার আঞ্চলিক ভাষায় গাইলেন অংকন
সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন আবারও আঞ্চলিক ভাষার একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গায়িকা নিজেই জানিয়েছেন এ তথ্য।
‘নিজ কানে হুনছি আমি, বেরাই কার লাগিয়া’ – এমন কথায় গানটি লিখেছেন রেবেকা জামান এবং এর সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটি কুমিল্লার আঞ্চলিক ভাষায় লেখা।
অংকন বলেন, আঞ্চলিক ভাষার মৌলিক গানে দ্বিতীয় বারের মতো কণ্ঠ দিলাম। গানটির কথাগুলো আমার কাছে ভালো লেগেছে। আশা করছি ভক্ত-অনুরাগীদের কাছেও খুব ভালো লাগবে গানটি।
সুরেলা কণ্ঠের এই গায়িকা এর আগে রংপুরের প্রচলিত বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। সেই গানগুলোর কোনো গীতিকবি পাওয়া যায়নি। তবে প্রথমবার এসএম আলীর কথায় এবং আকরাম খানের সুরে ময়মনসিংহের আঞ্চলিক ভাষার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। যেটি প্রায় দুই মাস আগে প্রকাশ করা হয় একটি ইউটিউব চ্যানেলে।
রাজশাহী বার্তা/admin