রাণীনগরে বাইসাইকেল পেল ৫১ জন নামাজী

সময়: 10:11 pm - March 9, 2020 | | পঠিত হয়েছে: 464 বার

নওগাঁর রাণীনগরে একটানা ৪০ দিন জামায়াতের সহিত নামাজে অংশ গ্রহনকারী ৫১ জন যুবক মুসল্লিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গুয়াতা আটনিতা পাড়া গ্রামের প্রবাসি উজ্জল হোসেনের উদ্যোগে ও অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।

 

উজ্জল হোসেনের বাবা লুৎফর রহমান জানান, পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত অংশ গ্রহন করার জন্য আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রম এই উদ্যোগ নেন ছেলে উজ্জল হোসেন। স্থানীয় গুয়াতা গ্রামের আনোয়ার হোসেন, আব্দুর রহিম , গোলাম মো: খোকা,মাহবুব রহমান ও রবিউল সরদারের সার্বিক সহযোগিতায় এসব সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকুজ্জামান এর উপস্থাপনায় এবং উজ্জলের বাবা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আটনিতা জামে মসজিদের ইমাম হাফেজ হারুনুর রশিদ,গুয়াতা সরদার পাড়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা,উত্তর পাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মেহেদি হাসান,কুঞ্জসাইল জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ প্রর্মখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর