রাজশাহী বোর্ডে এইচএসসিতে পরীক্ষার্থী দেড় লাখ

সময়: 8:37 pm - December 1, 2021 | | পঠিত হয়েছে: 200 বার

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দেড় লাখের বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার সশরীরে এইচএসসি পরীক্ষায় বসবে। বিভাগের আট জেলা থেকে এবার মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৮০ হাজার ৬৬ জন। আর ছাত্রী ৬৯ হাজার ৮২৩ জন। এদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৭৫০ জন নিয়মিত শিক্ষার্থী। অনিয়মিত ২৭ হাজার ৫৬৭ জন। এছাড়া ২ হাজার ৫১৭ জন মানোন্নয়ন এবং ৫৫ জন প্রাইভেট পরীক্ষা দেবে।

এ বছর মানবিক বিভাগ থেকে ৯১ হাজার ৬৫০ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ হাজার ৬১ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১৯ হাজার ১১০ জন, গার্হস্থ্য অর্থনীতি থেকে ৩৩ জন, ইসলামিক স্টাডিজ থেকে ৩৩ জন এবং মিউজিক থেকে দুজন পরীক্ষায় অংশ নেবে। রাজশাহী বিভাগের আট জেলার ১৯৯টি কেন্দ্রে পরীক্ষা হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাবে বিভাগের আট জেলায় এইচএসসির নিয়মিত শিক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ২৮৭। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫৮৯ জন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে। বাকি ২৬ হাজার ৬৯৮ জন রেজিস্ট্রেশন করেনি। ফলে এবার আট জেলা থেকে ১৬ দশমিক ০৬ শিক্ষার্থী ঝরে পড়েছে।

২০২০ সালে ঝরে পড়ার হার ছিল ২২ দশমিক ৪৩ শতাংশ। সে তুলনায় এবার ঝরে পড়ার হার ৬ দশমিক ৩৭ শতাংশ কমেছে। এবার ১২ দশমিক ২৪ শতাংশ ছাত্র এবং ১৯ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী ঝরে পড়েছে। গতবছর ছেলেদের ঝরে পড়ার হার ছিল মাত্র ২১ দশমিক ৩৮ শতাংশ। আর ছাত্রীদের ঝরে পড়ার হার ছিল ২৩ দশমিক ৪৯ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পরীক্ষার জন্য কয়েক দিন আগেই তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার উপকরণও পৌঁছে গেছে। করোনাকালে সামাজিক দূরত্ব মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর