নির্বাচনী সহিংসতায় পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

সময়: 7:18 pm - December 11, 2021 | | পঠিত হয়েছে: 279 বার

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু সাইদ ও স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান এবং অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পোস্টার লাগানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ইয়াছিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পথেই ইয়াছিন মারা যান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ইয়াছিন আলী রাজশাহী নেয়ার পথে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

পাবনা থানার ওসি আমিনুর ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর