বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ক্যাম্পাস ফেস্ট ও রেজিষ্ট্রেশন কার্যক্রম

সময়: 4:47 pm - August 8, 2022 | | পঠিত হয়েছে: 269 বার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ক্যাম্পাস ফেস্ট ও রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে এ ক্যাম্পাস ফেস্ট সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়জার রহমান,সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রওনক আরা পারভীন ও সিএসই বিভাগের প্রভাষক মোঃ মশিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসনাইন আলী রাজশাহী জেলা টিম লিডার, মোঃ মহিদুজ্জামান চৌধুরী বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম লিডার (সিএসই বিভাগের শিক্ষার্থী )মোঃ গোলাম মুরসালিন,ক্যাম্পাস এম্বাসেডর (সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী) মোঃ সোহেল রান লিটন, (সিএসই বিভাগের শিক্ষার্থী) মোঃ খালিদ শাকিব, (ফার্মেসী বিভাগের শিক্ষার্থী) ফারজানা আক্তার মীম সহ আরও অনেকে।
আর পুরো আনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন (সিএসই বিভাগের শিক্ষার্থী) রিফাত আমিন রিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড.আশিক মোশাদ্দিক চতুর্থ শিল্প বিপ্লব-দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

 

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর