স্যালাইনের কৃত্রিম সংকট, ফার্মেসিকে জরিমানা

সময়: 3:16 pm - September 16, 2023 | | পঠিত হয়েছে: 121 বার

সিরাজগঞ্জে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক ফার্মেসিকে ৮ হাজার টাকা ও পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের দরগা রোড, বাহিরগোলা ও ছোনগাছা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, কৃত্রিম সংকট তৈরি করে ৯১ টাকা ৭২ পয়সা মূল্যের স্যালাইন ২০০ টাকায় বিক্রি করার অপরাধে শহরের দরগা রোডের পাল অ্যান্ড সন্স ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর