রাজশাহী বার্তার সম্পাদকের দায়িত্ব নিলেন ফয়সাল আহমেদ

সময়: 1:58 pm - September 9, 2024 | | পঠিত হয়েছে: 27 বার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা রাজশাহী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হয়েছেন সিনিয়র সাংবাদিক ফয়সাল আহমেদ। তিনি বর্তমানে দেশের বহুল প্রচলিত ও স্বনামধন্য বিশেষায়িত পত্রিকা দৈনিক বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের চীফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক সময়ের আলো, ডেইলি বাংলাদেশ ও জাগো নিউজের প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

রোববার রাজশাহী বার্তার একটি জরুরী বৈঠকের মাধ্যমে পত্রিকাটির দায়িত্বপ্রাপ্তদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়। পরে এক অফিস আদেশের মাধ্যমে তাকে রাজশাহী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্বের বিষয় অবহিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরেই রাজশাহী বার্তা’র উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক ও ব্যক্তিগত কাজে তিনি ব্যস্ত থাকায় আনুষ্ঠানিক ভাবে রাজশাহী বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করতে আপত্তি জানান। তবে সম্প্রতি তিনি অনলাইন পোর্টালটির দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করলে তাকে পত্রিকার পরিচালনা কমিটির তরফ থেকে আব্দুর রহিম পলাশের মাধ্যমে দায়িত্বভার অর্পণ করা হয়।

আব্দুর রহিম পলাশ বলেন, সৎ, বস্তুনিষ্ঠ এবং রাজশাহীর সাংবাদিকতার জগতে আলোকিত ব্যক্তিত্ব হলেন ফয়সাল আহমেদ। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা নানান সময়ে তিনি আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা ও বড় বড় কর্তাব্যক্তিদের বিরুদ্ধে সত্য সংবাদ পরিবেশনের কারণে জামায়াত-বিএনপি ট্যাগ দিয়ে তাকে হয়রানি করা হয়েছিল। এখন সময় এসেছে স্বাধীনভাবে কথা সত্য সংবাদ পরিবেশন করার ও নির্ভীকভাবে সাংবাদিকতা করার।

আমি আশাবাদী, আগামীতে রাজশাহী বার্তা’র দর্শকপ্রিয়তা আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবেন সদ্য ভারপ্রাপ্ত সম্পাদক। পেশাগত কাজে তাকে সহযোগিতা করতে প্রতিষ্ঠানের কর্মীদের অনুরোধ জানাচ্ছি।

ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পেয়ে সকলের কাছে দোয় কামনা করেছেন ফয়সাল আহমেদ। রাজশাহী বার্তা পোর্টালটি কিভাবে গণমানুষের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা চেয়েছেন তিনি।

রাজশাহী বার্তা/Rahim

এই বিভাগের আরও খবর