ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

সময়: 5:01 pm - March 18, 2020 | | পঠিত হয়েছে: 84 বার

বরগুনার আমতলীতে কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাম্বলগাছের সঙ্গে ধাক্কা লেগে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ মোড়ল। এ সময় আহত হয়েছেন চালকের সহকারী বাদশা মিয়া।

বুধবার সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমতলীর সিকদারবাড়ী নামক স্থানে ঘটনা ঘটে। নিহত সোহেল যশোর জেলার কোতোয়ালী থানার চাচরা মালঞ্চ গ্রামে। তার বাবার নাম আলী হোসেন।

জানা গেছে, রড নিয়ে চট্টগ্রাম থেকে একটি ট্রাক (যশোর-ট-১১-২২১২) পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিল। বুধবার সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কের সিকদারবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি চাম্বলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুড়ড়ে যায় এবং চালক সোহেল মোড়ল ইঞ্জিন কেবিনে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এতে চালকের সহকারী বাদশা মিয়া গুরুতর আহত হন। আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত চালক সোহেল মোড়লের পা কেটে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর