চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরী সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। করোনা ভাইরাস মোকাবেলায় সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত জেলার সকল হোটেল, রেঁস্তোরা, টি স্টল ইত্যাদি বন্ধ থাকবে। মেডিসিন শপগুলো ওটিসি মেডিসিন বিক্রির ক্ষেত্রে গ্রাহকের চাহিদা ও তাদের মজুদ বুঝে সীমিত সরবরাহ দেবেন। মেডিসিন শপগুলো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের সাধ্য অনুযায়ি সেনিটাইজার, মাস্ক, ইত্যাদি বিতরণ করবেন। ওষুধের মূল্যে ডিসকাউন্ট দেবেন।
প্রত্যেক সরকারি, বেসরকারি অফিস প্রতিষ্ঠান তাদের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা করবেন। লোকজন যথাসম্ভব ঘরের বাইরে যাওয়া পরিহার করবেন। প্রয়োজনে আইসোলেশন সেন্টার হিসেবে কাজে লাগানোর জন্য কয়েকটি স্থাপনা সম্পূর্ণ প্বস্তুত রাখা হবে। জনপরিবহনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে জীবানুনাশক স্প্রে করতে হবে। মসজিদসমূহে প্রত্যেক ওয়াক্ত সালাতের আগে এবং পরে জীবানুর নাশক স্প্রে করতে হবে। প্রত্যেক সরকারি, বেসরকারি স্থাপনায় এবং আশেপাশে স্ব স্ব কর্তৃপক্ষ জীবানুনাশক স্প্রে করবেন। প্রয়োজনে সেবা প্রদানের জন্য সম্ভব সর্বোচ্চ সংখ্যক ভলান্টিয়ারেক তালিকা ত্যৈরি করে তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ কালই শুরু হবে।
পিপিই এর বরাদ্দ যা পাওয়া গিয়েছে, তাতে আপাতত কাজ চলবে। তরে আরও অধিক সংখ্যক পিপিই বরাদ্দ চেয়ে সভাপতি যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখবেন। নিত্যপণ্যের দাম বাড়ানোর অপচেষ্ঠা চালালে, তিনি যে- ই হোন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কোয়ারেন্টিনে থাকা উচিত এমন কেউ কোয়ারেন্টিন ভঙ্গ করলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছ। তারা কঠোর শাস্তি পাবেন। একান্ত জরুরি না হলে, সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভীড় না জমাতে জনগণকে অনুরোধ করা হয়। কোন নিকটজন কারাগারে থাকলে আপাতত তার সাথে সাক্ষাতের চেষ্ঠা না করতে পরামর্শ দেয়া হয়।
কোন কোচিং হোমে কোন শিক্ষার্থী পাওয়া গেলে, শিক্ষক, অভিভাবক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। করোনা ইস্যুতে উদ্দেশ্যমূলকভাব গুজব ছড়ালে, কঠোর শাস্তি পেতে হবে। এ সংক্রান্ত তথ্য থাকলে নিয়ন্ত্রণ কক্ষের ০৭৮১- ৬২৫০৮ এ জানাবেন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, এ কমিটি খুব শীঘ্রই আবার সভায় মিলিত হবে। তখন পরিস্থিতি পর্যালাচনা করে নতুন সিদ্ধান্তে হতে পারে। আমাদের সকল প্রস্তুতি আছে। কমিটির সকল সদস্য তৎপর রয়েছেন। আতঙ্কিত হবার কারণ নেই। তিনি আরো জানান, চলমান করোনা ভাইরাস সংকট থেকে মুক্তি পেতে সকলেই যথাযথ নির্দেশনা মেনে চলুন। সাহসী ও আত্নবিশ্বাসী হোন। মানবিক হোন। নিজের এবং অপরের জীবনকে ভালবাসুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
রাজশাহী বার্তা/admin