করোনা সন্দেহ: ৮ বছরের শিশু আইসোলেশনে

সময়: 12:59 pm - March 24, 2020 | | পঠিত হয়েছে: 231 বার

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সন্দেহে আট বছরের এক শিশুকে ভর্তি করানো হয়েছে। সোমবার ওই শিশু জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান মেহেদী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার ওই শিশুটিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যেসব লক্ষণ থাকা দরকার তার প্রায় সব কিছুই ওই শিশুটির মধ্যে রয়েছে।

তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব বিভাগে মঙ্গলবার পাঠানো হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান। দিনাজপুরের সিভিল সার্জন আবদুল কুদ্দুছ সোমবার রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, দিনাজপুরে এই প্রথম কোনো রোগীকে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হলো। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর