সিমেন্টভর্তি ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৫ শ্রমিকের
টাঙ্গাইলে সিমেন্টভর্তি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতরা সবাই দিনমজুর। গণপরিবহন বন্ধ থাকায় কম টাকা দিয়ে ট্রাকে চড়ে তারা বাড়ি ফিরছিলেন।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহততের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার কাদের মিয়ার ছেলে আলেক মিয়া (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস উদ্দিন (৫০)। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক ভোরের দিকে টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচ যাত্রী নিহত ও ১১ জন আহত ৬হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, হতাহতরা সিমেন্টভর্তি ট্রাকে যাত্রী হিসেবে রংপুর যাচ্ছিলেন। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকার বিভিন্ন স্ট্যান্ড থেকে উঠছিলেন। বাস বন্ধ থাকায় তারা কম টাকা দিয়ে সিমেন্টভর্তি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা সবাই দিনমজুর।