বাগমারায় অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বজনদের দাবী পরিকল্পিত হত্যা

সময়: 8:01 pm - April 8, 2020 | | পঠিত হয়েছে: 288 বার

রাজশাহীর বাগমারায় শারমিন (২০) এক অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঐ গৃহবধূর স্বামীর নাম শাকিল আহম্মেদ (২৪)। শাকিল উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের সদের আলীর ছেলে। শারমিন নওগাঁর মান্দা উপজেলার মাউল গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

ঘটনা ও মৃতের স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আট ঘটিকার দিকে শারমিন বিষপানে আত্মহত্যা করেছে বলে কনের পিত্রালয়ে খবর দেয়া হয়। স্বজনরা রাত্রি নয় ঘটিকার দিকে মশারীর নিচে শারমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
শারমিনের চাচা রশীদ জানান, দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়, শারমিন তিন মাসের অন্তসত্বা ছিল।

প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, শারমিনকে যৌতুকের জন্য প্রায় মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো। সংসার টিকিয়ে রাখার জন্য নির্যাতনের কথা গোপন রেখেছিল। রুবেল নামক আরেক স্বজন জানান, শাকিলকে পঁচানব্বই হাজার টাকা দেয়া হয়েছে । আরও পঞ্চান্ন হাজার টাকার দাবী ছিল। মারা যাওয়ার তিন দিন পূর্বে শ^শুর জামাইয়ের নিকট পনেরো হাজার টাকা পাঠিয়েছেন।

মৃতের স্বামী,শ^শুর-শাশুড়ী পলাতক। স্বজনদের সন্দেহ হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। শাকিলের মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে। গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন সরকার জানান, শারমিন নামক এক গ্রহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে শুনেছেন। বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান মুঠোফোনে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর