শাহজাহান পুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ মানছে না স্বাস্থ্য বিধী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত জণপদ শাহজাহান পুর ও চরবাগডাঙ্গা ইউনিয়ন। এই এলাকা “দিয়াড়” নামে পরিচিত। এই এলাকা একেবারে অনুন্নত, আর অধিকাংশ মানুষ হতদরিদ্র, অর্ধশিক্ষিত, আর অসচেতন বললে একেবারে ভুল হবেনা। উন্নয়নমূখী আওয়ামীলীগ সরকারের বিগত আমলে, আব্দুল ওদুদ এমপির সময় এই ২ ইউনিয়ন সহ ৭ টি ইউনিয়নের ব্যপক উন্নয়ন সাধিত হয়।
তন্মধ্যে রাস্তাঘাট, কালভার্ট, স্কুল কলেজ, বিদ্যুৎ, বাঁধ সহ সর্বপরি এই অবহেলিত জনপদের জেলা শহরে প্রবেশ দ্বার ইসলামপুর ইউনিয়নের মহানন্দা নদীতে ২য় মহানন্দা সেতু নির্মাণ করেন। এরই ধারবাহীকতায় “দিয়াড়” এলাকার আপামর জনগনের আশা আকাঙ্ক্ষার মাইল ফলক রচিত হয়।
কিন্তু আজও রয়ে গেছে এই “দিয়াড়” এলাকার মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতা। সারা বিশ্বে ও দেশে যখন চলছে করোনা ভাইরাসের ভয়াবহতার আতংক, যার থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর ওয়াস্তে সতর্কতা ও সচেতনতা। আর এই সচেতনতার জন্য যখন পুলিশ প্রশাসন জীবনবাজি নিয়ে মরিয়া হয়ে লড়ে যাচ্ছেন করোনা থেকে বাঁচাতে।
ঠিক তখন প্রত্যন্ত জণপদ দিয়াড়ের শাহজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের মানুষ করোনা ভাইরাসের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাস্ক ছাড়া যেখানে সেখানে অবস্থান করছে। যেনো করোনা কি কেউ জানেই না? তারই প্রমাণ শাহজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কিছু স্থির চিত্র…
শাহজাহান পুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আব্দুস সালাম ও চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ রানা টিপু জানান, আমরা ইউনিয়নের গ্রাম পুলিশ নিয়ে সচেতনতার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু এলাকার আধিপত্য বিস্তারের কারনে কিছু ক্ষমতালোভী মানুষ আমাদের সচেতনতার কাজে বাধাগ্রস্ত করছে।
অশিক্ষিত মানুষকে এরা সচেতন না করে বরং চায়ের স্টলে বসে চা খেতে বসে আড্ডা মারার প্রবনতা সৃষ্টি করছে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য।
রাজশাহী বার্তা/admin