আপনি ওষুধ খেয়ে যেভাবে কমিয়ে ফেলছেন যৌনশক্তি

সময়: 4:30 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 102 বার

মধুময় দাম্পত্য জীবনের জন্য আমাদের সকলেরই যৌ’নতা বিষয়ে কিছুটা জ্ঞান থাকা প্রয়োজন বিশেষ করে পুরুষদের। কারন কিছু ভুল আপনার দাম্পত্য জীবনকে ক্ষতিগ্রস্থ করে দিতে পারে, আর পুরুষরাই এই ধরনের মারাত্মক কিছু ভুল করে থাকে।

যেসব পুরুষেরা সখের বসে বা নিয়মিত সহ’বাসের পূর্বে হারবাল, কবিরাজি বা ভেষজ নামধারী যৌ’ন উত্তেজক ঔষধ অথবা ইন্ডিয়ান ট্যাবলেট সেবন করেন, তাদের জন্য একটি পরামর্শ – যৌ’ন শক্তি বাড়ানো জন্য যৌ’ন শক্তি বর্ধক ট্যাবলেট বা অন্য কোন ঔষধ খাবেন না। এই ঔষধগুলি পুরুষকে একসময় ধ্ব’জভংগ রোগের দিকে ঠেলে দেয় আবার কিছু ক্ষেত্রে মৃ’ত্যুর দিকেও ঠেলে দেয়।

আপনারা অনেকেই এটি জানেন না যে যৌ’ন শক্তি বাড়ানো জন্য কোন ঔষধ সেবনের প্রয়োজন নেই। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে ডাক্তাররা কিছুদিন ঔষধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষণায় দেখা যায় পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে যৌ’ন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারণ। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধকে প্রাধান্য দিতে পারেন।

আবার অনেকেই আছেন যে কোনো ব্যথার ক্ষেত্রে মুড়ির মতো পেইন কিলার খান। আপনিও এভাবে অতিরিক্ত মাত্রায় পেইন কিলার খেয়ে থাকলে, এখন থেকেই সাবধান হন। এক্ষেত্রে পুরুষদের জন্য রয়েছে বিশেষ সতর্ক বার্তা।

আইবুপ্রফেনের ওপর গবেষণা করে একদল বিজ্ঞানী জানিয়েছেন, কোনো পুরুষ অতিরিক্ত মাত্রায় পেইন কিলার খেলে তারা যৌ’ন ক্ষমতা হারাতে পারেন। পাশাপাশি মানব শরীরের পেশী ভেঙে যাওয়া ও ক্লান্তির মতো নানা সমস্যায় পড়তে পারেন।

বিজ্ঞানীরা ১৮ থেকে ৩৫ বছর পুরুষদের ওপর ছয় সপ্তাহ ধরে গবেষণা চালান। এ সময়কালে আইবুপ্রফেন খাওয়ার পর পুরুষদের যৌ’ন হরমোনের গতি প্রকৃতি কী অবস্থায় থাকে তা পরীক্ষা করে দেখেন তারা। এতে দেখা যায়, দিনে দু’বার ৬০০ মিলিগ্রাম করে ইবুপ্রফেন পেইন কিলার ওষুধ তাদের শরীরে টেসটোস্টেরনের মাত্রা বাড়িয়ে দিলেও শরীরের স্বাভাবিক নিয়ম ব্যহত হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর