বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিলেন পবার ইউএনও শাহাদাত হোসেন

সময়: 7:14 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 163 বার

প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কার্যত লকডাউন রাজশাহী। এতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এসব অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

বালিয়া শান্তির মোড় ও হড়গ্রাম গুচ্ছগ্রামের অসহায় দিনমজুর খেটে খাওয়া বাসিন্দারা খাদ্য সহায়তা পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হামিদুল হক পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনকে ত্রাণ বিতরণের জন্য পাঠান।

তিনি জেলা প্রশাসন থেকে সরবরাহকৃত ত্রাণ ২৫০টি অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি চাল , ডাল ও ৩ কেজি করে আলু বিতরণ করেন। সরকারি খাদ্য সহায়তা পাওয়া এসব পরিবার বালিয়া শান্তির মোড় গুচ্ছ গ্রাম ও আদারিয়াপাড়া রেল লাইনের ধারের বাসিন্দা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর