লকডাউনে থেমে নেই রাজশাহীর দুর্গাপুরে অবৈধ পুকুর খননের কাজ!
সময়: 7:34 pm - April 12, 2020 | | পঠিত হয়েছে: 323 বার
রাজশাহী দুর্গাপুরে প্রাশাসন যখন করোনা ভাইরাস নিয়ে অন্তকিত ঠিক তখোনি দূর্গাপুরে অবৈধ পুকুর খননের মহা উৎস মারাত্মক সংকটে কৃষি জমি। কিছুতেই থামছে না তিন ফসলী জমিতে পুকুর খনন হিড়িক। জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’—এমন উচ্চ আদালতের নির্দেশ থাকলেও রাজশাহী দুর্গাপুরে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে।
এতে করে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এক শ্রেণির পুকুর ব্যবসায়ীরা কৃষকদের ফসলি জমিতে পুকুর খননের লোভনীয় প্রস্তাব দিচ্ছেন।কৃষি জমিতে মেশিন দিয়ে ৮ ফুট গভীর করে জমির চারদিকে বাঁধ দিয়ে পুকুর খননের এই মহোৎসব চলছে। প্রশাসনের নাকের ডগায় দিন,রাত চলছে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। কৃষকরা না বুঝে হারাচ্ছেন তাদের উর্বর তিন ফসলি জমি, অন্যদিকে টাকার পাহাড় গড়ছেন এক শ্রেণির পুকুর ব্যাপসায়ী। দুর্গাপুরে উপজেলার ৭টি ইউনিয়নে নদী-নালা খাল-বিল বাদে প্রায় সব ৩ ফসলি জমি রয়েছে।
শ্রেণিভেদে প্রায় সকল জমিতেই সারা বছর কোনও না কোনও ধরণের ফসল হয়। কিন্তু কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ২০ হাজার টাকার বিনিময়ে ৫ থেকে ১০ বছর মেয়াদের চুক্তি করছে কৃষকরা। চুক্তির আওতায় তাদের ফসলি জমি পুকুরে পরিণত করা হচ্ছে। জমির সেই মাটি প্রতি গাড়ি (ট্রাক্টর) ৭০০ টাকায় বিভিন্ন ইটভাটায় বিক্রয় করছে পুকুর ব্যবসায়ীরা।
সবথেকে বেশি পুকুর খননেন হিড়িক ১নং নওপাড়া ইউনিয়ন এর নান্দিগ্রাম বিলে পুকুর খনন কারি এলাকার প্রাভাবশালী এরশাদ আলী এবং হুজুর আলী এবং গোপালপুর বিলে, ৬ টা মেশিন দিনে রাতে ২৪,ঘন্টায় পুকুর খনন করে হচ্ছে। এলাকার প্রাভাবশালী আকবর আলী দুর্গাপুর এর সাধারণ মানুষের দাবি এই অবৈধ পুকুর খনন অবিলম্বে বন্ধ করা হোক। কৃষি ফসলী জমি রক্ষা করা হোক।
রাজশাহী বার্তা/admin