শিবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, গ্রাম লকডাউন

সময়: 12:36 pm - April 13, 2020 | | পঠিত হয়েছে: 702 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই কিশোরের বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সিরাজ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাঘারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে রাজশাহীর শাহীন ক্যাডেট স্কুলে ৮ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ওই কিশোর তিনদিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। এরপর থেকেই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় ভুগছিল। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, কিশোরের মৃত্যুর পর বাঘারপাড়া গ্রাম লকডাউন করা হয়েছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর