পুঠিয়ায় তৃতীয় করোনা রোগী শনাক্ত, বাড়ি অবরুদ্ধ
রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় পঞ্চম করোনায় আক্রান্ত শনাক্ত হলো। করোনায় আক্রান্ত ব্যক্তি সবুজ উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা। করোনায় আক্রান্ত তৃতীয় ব্যক্তির খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আক্রান্তের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
রোববার রাতে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বলেন, ওই ব্যক্তি গাজীপুর থেকে গত সপ্তাহে বাড়ি ফিরে। এরপর তার করোনা রোগের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম গত ১৬ এপ্রিল নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর পর সে হোম কোয়ারেন্টিনে ছিল। রোববার তার রির্পোট পজেটিভ আসে।
তিনি বলেন, আক্রান্ত রোগি এখন নিজ বাড়িতেই থাকবেন। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হবে। এর পর সমস্যা হলে তাকে রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে। ইতোমধ্যেই তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী বার্তা/admin