জয়পুরহাটে ১ লাখ ৭৫ হাজার পরিবার সরকারি খাদ্য সহায়তা পেয়েছে

সময়: 12:15 am - April 20, 2020 | | পঠিত হয়েছে: 65 বার

করোনা প্রাদূর্ভাবের কারণে জেলায় ১ লাখ ৭৫ হাজার কর্মহীন ও দিনমজুর পরিবার সরকারি খাদ্য সহায়তা পেয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বাসসকে জানান, এ পর্যন্ত দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৪২ লাখ ২০ টাকা ও ৯ শ’ টন চাল এবং শিশু খাদ্য সহায়তা হিসেবে আরও ৮ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে জেলার ১ লাখ ৭৫ হাজার পরিবার সরকারের এই সহযোগিতা পেয়েছে। জেলার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে ব্যাপাওে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড, সামছুল আলম দুুদু খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি এর কার্যক্রম মনিটরিং করছেন বলেও জানান তিনি। এ ছাড়াও ২শ’ টন চাল, ১২ লাখ টাকা (জিআর ক্যাশ) ও ৪ লাখ টাকা শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে। এগুলো বিতরণের জন্য তালিকা তৈরির কাজ চলছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মুফাখারুল ইসলাম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর