রাজশাহীতে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার রূপ

সময়: 6:38 pm - April 21, 2020 | | পঠিত হয়েছে: 482 বার

বৈশাখের আগমনে গ্রীষ্মের তাপদাহে রঙয়ের ফোয়ারা ছড়াচ্ছ কৃষ্ণচূড়া। গ্রীষ্মকালের তাপদাহে যখন প্রকৃতি নির্জীব হয়ে পড়েছে। এ সময়ে আশীর্বাদ হয়ে গাছজুড়ে আসে বিভিন্ন প্রজাতির নানান রঙয়ের ফুল। তারমধ্যে এক অভিন্ন রূপ বৈচিত্র নিয়ে আসে রক্ত লাল কৃষ্ণচূড়া।

গ্রীষ্মের মাঠ ফাটা রোদে কৃষ্ণচূড়ার আবির নিয়ে প্রকৃতি সেজেছে এক বর্ণিল রূপে। যেদিকে চোখ যায় সেদিকে যেন সবুজের মাঝে লালের মূর্ছনা,  প্রকৃতির এই অপরূপ সাজ দেখে দু’চোখ জুড়িয়ে যায়। মনে শিহরণ জাগিয়ে তোলে। এ যেন লাল-সবুজের এক টুকরো বাংলাদেশ।

চিরসবুজ রাজশাহী নগরীর যেখানে যেখানে কৃষ্ণচূড়া গাছ আছে সে সব যায়গা কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গিয়েছে। কৃষ্ণচূড়া যেন বৈশাখের আগমনে জানান দিতে আসে। বৈশাখ আসতে না আসতেই কৃষ্ণচূড়া যেন এক নবরূপে নিজেকে সাজিয়ে আসে।

বৈশাখ এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল লাল রঙে সবুজের মাঝে হেঁসে উঠে কৃষ্ণচূড়া ফুল। চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার রূপ যেন ঋতুরাজ বসন্তকেও হারায় মানাতে চায়। ঋতুচক্ররে আবর্তনে কৃষ্ণচূড়া তার মোহনীয় রূপ বৈচিত্র নিয়ে হাজির হয়েছে প্রকৃতির মাঝে। কৃষ্ণচূড়ার লাল আবীর গ্রীষ্মকে দিয়েছে এক অনন্য রূপ বৈচিত্র।

রাজশাহী নগরীর ঘোষপাড়া এলাকায় দেখা যায় বৈশাখের আগমনে কৃষ্ণচূড়া তার সৌন্দর্য নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বসন্তের ভালোবাসা নিয়ে কৃষ্ণচূড়া তার সব রঙ-রূপ প্রকৃতির মাঝে ঢেলে দিয়েছে।

আমাদের দেশে এপ্রিল-মে মাসে কৃষ্ণচূড়া ফুল ফোটে। বছরের অন্যান্য সময়ে এই গাছ মানুষের দৃষ্টিগোচর তেমন হয় না। তবে এপ্রিল-মে মাসে গাছে পাতা ও ফুল ফোঁটা শুরু করে তখনই যেন পথচারীর নজর কাড়ে মনোমুগ্ধকর রূপের রক্ত লাল কৃষ্ণচূড়া ফুল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর