রাজশাহীতে করোনাক্রান্ত মৃতদেহ দাফন কমিটি গঠন
কোভিড-১৯ সারা বিশ্বের অদৃশ্য মরণঘাতিরূপে গ্রাস করেই চলেছে একের পর এক জীবন। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ভয়ে আসতে সাহস পায় কেউ-ই এমনকি ডাক্তার-নার্সরাও এই রোগে ভীষণ ভীত। সেখানে রাজশাহীতে করোনাক্রান্তদের মরদেহ দাফনের জন্য সেচ্ছায় ১৪জন আনসার ভিডিপি সদস্য দ্বারা গঠিত হয়েছে ‘আনসার ভিডিপি করোনাক্রান্ত মৃতদেহ দাফন কমিটি’।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে করোনাক্রান্ত মরদেহ আনসার ও ভিডিপি দাফন কমিটির ১৪জন বিশিষ্ট সদস্যের ঘোষণা হয় এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের পিপিই প্রদান করা হয়।
জেলা আনসার ও ভিডিপি সূত্র জানায়, করোনাভাইরাসের প্রতিরোধ, জনসেবা, সচেতনতা ও ভবিষ্যতে পর্যাপ্ত জনবল প্রস্তুত রাখার বিষয়টি আমলে রেখে জেলা আনসার ও ভিডিপির করোনাক্রান্ত মৃতদেহ দাফন কমিটি ১৭ এপ্রিল, ২০২০ তারিখে গঠন করা হয়। এই কমিটিতে ৪টি থানার ৪জন কোম্পানি কমান্ডার, ওয়ার্ড দলনেতা ও আনসার সদস্য রয়েছেন। এখানে ১জন ইমাম, ৬জন কবর খনন কাজে থাকবেন এবং অন্যান্য সহযোগিতামূলক কাজে নিয়োজিত থাকবেন।
এ বিষয়ে জেলা কমান্ডেন্ট মো. জাহিদ হোসেন অগ্নিবাণী প্রতিনিধিকে বলেন, ‘আমাদের দেশে প্রায় সময় শোনা যাচ্ছে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আবার কোথাও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তার লাশ তুলে কেউ দাফন তোহ দূরের কথা তার ধারে-পাশেই যাচ্ছে না। এতে সমাজে যেমন আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ওই ব্যক্তি যদি সত্যিই করোনাক্রান্ত হয়ে থাকেন এবং তাকে অবহেলায় ফেলে রাখা হয়, এতে সকলের জন্যই তা মঙ্গলকর নয়। কোথাও এমন ঘটনা ঘটলে অথবা আগামীতে প্রয়োজন হলে যেনো জনসেবায় এই কমিটি এগিয়ে আসতে পারে লক্ষ্যে উক্ত কমিটি গঠন করা হয়েছে।’
তিনি জানান, আমাদের আনসার ভিডিপির ১৪ সদস্য কমিটির মাধ্যমে জেলা প্রশাসক ও রামেক কর্তৃপক্ষ যদি মনে করেন করোনাক্রান্ত হয়ে বা করোনা উপসর্গ নিয়ে কোনো ব্যক্তি মারা গিয়েছে এবং তার নমুনা সংগ্রহ করার জন্য জনবল প্রয়োজন সেক্ষেত্রে এই টিম কাজে লাগাতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে আমরা তাদের প্রয়োজনীয় ব্রিফিং দিয়েছি এবং সেই সাথে তাদের সুরক্ষার লক্ষ্যে পিপিই প্রদান করেছি বলেও অগ্নিবাণীকে জানান তিনি।
আনসার ভিডিপির ১৮নং ওয়ার্ড দলনেতা মোঃ মোহন আলী এবিষয়ে দৈনিক অগ্নিবাণীকে জানান, ‘আনসার ভিডিপি সর্বদা জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত। তারই অংশ হিসেবে বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা কল্পে আমাদের জেলা কমান্ডেন্ট স্যারের এমন উদ্যোগ। এছাড়াও একজন মৃত ব্যক্তির দাফন-কাফনের কাজটি খুবই সোয়াবের। এমন সোয়াবের কাজে আনসার ভিডিপি’র দাফন কমিটিতে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
আনসার ভিডিপি’র দাফন কমিটি ঘোষণা ও পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা ও শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, ৪ থানার আনসার কোম্পানি কমান্ডারসহ আনসার ভিডিপির অন্যান্য সদস্যবৃন্দ।
রাজশাহী বার্তা/admin