বগুড়ায় একদিনে শিশুসহ ৭ জন করোনা রোগি শনাক্ত

সময়: 12:13 pm - April 23, 2020 | | পঠিত হয়েছে: 204 বার

বগুড়ায় নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে এক শিশু ও একজন নারী রয়েছেন। বাকি পাঁচজন পুরুষ। বুধবার রাত সাড়ে ১০টায় তিনি ডা. তুহিন এ তথ্য নিশ্চিত করেন। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বগুড়ায় ফিরেন। বুধবারের রিপোর্টে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার যে আক্রান্ত হয়েছে, সে ১২ বছরের শিশু আর শাজাহানপুরের যিনি আক্রান্ত হয়েছেন তিনি ২৭ বছরের নারী। এছাড়া পুরুষ আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের সবুজবাগ এলাকার ব্যক্তির বয়স ৪০, সোনাতলা উপজেলার ব্যক্তির বয়স ৪৫ বছর, সারিয়াকান্দির ২৮ বছর, দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের ব্যক্তির বয়স ৬০ বছর এবং ধুনটের মথুরাপুর ইউনিয়নের আক্রান্ত ব্যক্তির বয়স ২২ বছর।

ডেপুটি সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাব চালুর পর বুধবার পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি পজিটিভ এসেছে। বাকিগুলো নেগেটিভ। আক্রান্তদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল বগুড়া আদমদীঘি, সারিয়াকান্দি এবং সোনাতলার চারজন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার একজন পুলিশ কনস্টেবলের দেহে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে বগুড়ায় ৮টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হলো। যার মধ্যে আদমদীঘিতে দুইজন, সোনাতলায় দুইজন, সারিয়াকান্দিতে তিনজন, বগুড়া সদরে একজন, নন্দীগ্রামে একজন, শাজাহানপুরে একজন, দুপচাঁচিয়ায় একজন এবং ধুনটে একজন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর