মেয়রের ত্রাণ তহবিলে ১ টন চাল দিলেন রাজশাহী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি

সময়: 10:02 pm - April 24, 2020 | | পঠিত হয়েছে: 135 বার

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক টন চাল অনুদান দিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব। শুক্রবার রাত ৮টায় নগর ভবনে মেয়য়ের নিকট অনুদান হস্তান্তর করেন উপাচার্যের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান খান বাদশা।

এ সময় করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেয়র।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর